Pritha Sarkar – A Rising Star
কুঁচবরণ কন্যা তোর মেঘবরণ চুল!!
চোখে দেখার সৌভাগ্য না হলেও রূপকথার রাজকন্যার রূপের বর্ণনা এইরকমই আমরা জেনে এসেছি। কিন্তু জানেন কি রাজকন্যা সম একটি অতীব সুন্দরী মিষ্টি বাঙ্গালী মেয়ে কলকাতায় আমাদের কাছে পিঠেই আছে?
সোশ্যাল মিডিয়ায় পৃথা সরকারের ফটো দেখে মনে হয়েছিল সত্যিই যেন রূপকথার পাতা থেকে নেমে এসেছেন। কিম্বা বঙ্কিমচন্দ্র – শরৎচন্দ্রের কোনো দ্রুপদী সাহিত্যের এক নারী চরিত্রের যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।


ফেসবুক পেজে পৃথার বিশাল ফ্যান ফলোয়িং। প্রতিটি ফটো আর রীলসের পোস্ট তাঁর ফ্যানদের মাঝে আলোড়ন সৃষ্টি করে, লাইক আর কমেন্টসে ভরে যায় নিমেষে।
আমাদের কৌতূহল হয়েছিল জানার এই অসাধারণ সুন্দরী মেয়েটি কে? কি করেন? কোথায় থাকেন?
আমরা পৃথার সাথে আলাপ করেছিলাম। ওনার ব্যবহার অমায়িক এবং বিনম্র। পৃথার রূপের মতোই মিষ্টি ওনার বন্ধুত্বপূর্ন আচরণ।
কথা বলে জানা গেলো পৃথা এক পুরদস্তুর শিল্পমনস্ক মানুষ। তিনি নিজে দুর্দান্ত ছবি আঁকেন, বাচ্চাদের আঁকা শেখান। এছাড়াও মডেলিং শুরু করেছেন। তার অভিনয়ে আগ্রহ আছে। তাই নিয়ে পড়াশোনা এবং চর্চা করেন। একজন প্রকৃতই মাল্টি ট্যালেন্টেড ক্রিয়েটিভ পার্সোনালিটি।
এইরকম একটি উজ্জ্বল ব্যক্তিত্বের কথা আমাদের আমাদের পাঠকদের কাছে তুলে ধরার লোভ সামলাতে পারলাম না। পাঠকদের জন্য রইলো পৃথার সাথে লাইফপ্লাস ম্যাগাজিনের এডিটর সুদীপ চক্রবর্তীর কথোপকথনের অংশ বিশেষ
সুদীপ: পৃথা আপনার সমন্ধে লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের কিছু বলুন।
পৃথা: আমি একজন খুবই সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই আমি বড় হয়েছি।
সুদীপ: সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো ভিডিও দেখে মনে হয় ফ্যাশন জগতের ব্যাপারে আপনার বিশেষ আগ্রহ আছে!
পৃথা: একেবারেই ঠিক বলেছেন। ছোটবেলা থেকে ফ্যাশন মডেলিংয়ে আমার আগ্রহ। যত দিন যাচ্ছে আমার মধ্যে সেই প্রবণতা ক্রমশ বাড়ছে। বস্তুত ফ্যাশন, মডেলিং অভিনয়কে সফলভাবে পেশা করে অনেক কাজ করার লক্ষে আমি এগোচ্ছি।
সুদীপ: আপনার পড়াশোনার বিষয় কিছু বলুন।
পৃথা: আমি গ্র্যাজুয়েশন করেছি।
সুদীপ: সোশ্যাল মিডিয়ার আপনার উজ্জ্বল উপস্থিতি আছে। আপনার প্রচুর ফ্যান । আপনার পরিবার ব্যাপারটা কি ভাবে দেখে? তাদের কাছে উৎসাহ পান?
পৃথা: হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ফ্যান ফলোয়িং, কিছুই সম্ভব হতো না পরিবারের সমর্থন না থাকলে বা তাঁরা পাশে না থাকলে।
সুদীপ : মডেলিং অভিনয় ছাড়াও আপনি আর কি করেন ?
পৃথা: আমার জগৎ হলো শিল্পের জগৎ। একসময় আমি স্কুলে শিক্ষয়িত্রী ছিলাম। এখন স্কুলে না হলেও ব্যক্তিগত ভাবে শিক্ষা জগতের সাথে যুক্ত আছি। ছাত্র ছাত্রীদের পড়াশোনা আর আঁকা শেখাই। এর সাথে সাথে মডেলিং অভিনয় পেন্টিং চালিয়ে যাচ্ছি।


সুদীপ: মডেলিং আর অভিনয়ের সাথে আপনি কি পেশাদারী ভাবে যুক্ত?
পৃথা: হ্যাঁ আমি পেশাদারী মডেলিংয়ের সাথে যুক্ত। বিভিন্ন ফটোগ্রাফার এবং একটি ব্র্যান্ডের সাথেঅ আমি কাজ করেছি। সবে শুরু করেছি।
সুদীপ: আপনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ফটো পোস্ট করলে নিমেষে শখানেক লাইক পড়ে যায়। আপনি কিভাবে দেখেন বিষয়টা?
পৃথা: এখনও পুরোপুরি আমার স্বপ্ন ছুঁতে পারিনি, তবে আংশিক সফলতা যেমন বিভিন্ন কাজ বা আমার ফোটো পোস্ট করলে মুহূর্তে অনেক লাইকেস পেলে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা পাই।
সুদীপ: আপনার ফটো পোস্ট করলে প্রচুর কমেন্ট পান। স্মরণীয় কোনো কমেন্ট আছে কি?
পৃথা: পজিটিভ নেগেটিভ কমেন্ট সব নিয়েই চলতে হয়। তবে পজিটিভ অনেক অনেক বেশি। অনেক কমেন্টই মনে রয়ে যায়। এত বলা সম্ভব না। একটা কথা বলতে পারি এইসব রিয়েকশন আর কমেন্টস আমাকে পরিচিতি দিয়েছে। এগুলো ছাড়া আমি কিছুই না।
সুদীপ: যিনি বা যারা আপনার ফটো তোলেন মানে যাদের জন্য বস্তুত আপনার সোশ্যাল মিডিয়ায় পরিচিতি, তাদের সমন্ধে কিছু বলবেন?
পৃথা: আমার এক প্রিয় ফটোগ্রাফার বন্ধুর উৎসাহ আর সহযোগিতায় আমার এই ফ্যাশন জগতের যাত্রা শুরু। এখন অন্যান্য ফটোগ্রাফারদের সাথেও কাজ করছি। প্রত্যেকেই আমাকে সহযোগিতা করে।
সুদীপ: শাড়িতেই আপনার বেশী ফটো ভিডিও দেখা যায়। ওয়েস্টার্ন ড্রেসে প্রায় দেখাই যায় না। আপনি কি ট্র্যাডিশনাল পোশাকই স্বাচ্ছন্দ্য?
পৃথা: ওয়েস্টার্ন পরতেও খুব পছন্দ করি। তবে ট্র্যাডিশনাল ছাড়া বাঙ্গালী অসম্পূর্ণ বলে মনে করি। আর সেটা আমার ব্যক্তিত্বকে ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করে। ট্র্যাডিশনাল ড্রেসে আমি খুবই স্বাচ্ছন্দ্য।


সুদীপ: আপনার ফটো/ভিডিও শুটের সময় এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনি ভুলতে পারেননি?
পৃথা: ফটোশুটের প্রতিটি ঘটনা আমার মনে আছে। তবে জীবনের প্রথম ব্র্যান্ড শুটের দিনটা সত্যি স্পেশাল।
সুদীপ: গ্ল্যামার আর বিনোদনের জগতের আপনার কেরিয়ার নিয়ে ভবিৎসত্ পরিকল্পনা কি?
পৃথা: সিনেমা বা টিভির পর্দায় আত্মপ্রকাশ এবং সফলতা পাবার স্বপ্ন দেখি। নামী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে চাই। দেশে বিদেশের এক পরিচিত মুখ হয় ওঠার আশা রাখি।
আমাদের সাথে কথা বলার জন্য পৃথাকে লাইফপ্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ওনার জন্য অনেক শুভেচ্ছা রইলো——
পৃথার সাথে মডেলিং / অভিনয়ের জন্য পেশাদারী যোগাযোগ করতে পারেন তার ফেসবুক প্রোফাইলে
অথবা আমাদের ফোন / whatsaap এ বার্তা দিতে পারেন। আমরা পৃথাকে আপনার বার্তা পৌঁছে দেবো 94777 64615

