Ranjini – Rising Photographer
গত ফেব্রু়ারিতে রঞ্জিনীর ফেসবুক প্রোফাইল আমাদের নজরে আসে। এক নজরে আন্দাজ করা করা যায় প্রোফাইলটি একজন ফটোগ্রাফারের। ওর পোস্ট করা ফটোগুলির নান্দনিকতার ছাপ বিদ্যমান। কলকাতার আসে পাশের চেনা লোকেশনের ফটো, ছবি তোলার গুণে যেন অচেনা লাগে।
এহেন প্রতিভাময়ী ফটোগ্রাফারের কথা ম্যাগাজিনে ফিচার করার করার জন্য রঞ্জিনীরকে ফেসবুকে যোগাযোগ আমরা করলাম। ফোনে কথা হলো। দুর্দান্ত স্মার্ট মেয়ে। চমৎকৃত হলাম জেনে তখন রঞ্জিনী সবে মাত্র উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। এত কম বয়েসেই দক্ষতার সাথে ফটোগ্রাফী করে চলেছে।
ঠিক হলো পরীক্ষা শেষ হবার পর রঞ্জিনীর সাথে কথা বলা যাবে। সেই মতো কিছুদিন আগে ওর সাথে লাইফপ্লাস ম্যাগাজিনের পক্ষ থেকে সুদীপ চক্রবর্তী কথা বলেছিলেন কিশোরী থেকে প্রায় সদ্য তরুণী ফটোগ্রাফার রঞ্জিনীর সাথে।
সুদীপ: ফেইসবুকে তোমার প্রোফাইল নাম রঞ্জিনী Anthophilous। Anthophilous ব্যাপারটা কি? তোমার পুরো নাম।কি?
রঞ্জিনী: Anthophilous এর মানে ফুল প্রেমী, ফুলের প্রতি আসক্তি থেকেই এমন নাম!
এবং আমার পুরো নাম অনুষ্কা ব্যানার্জী
সুদীপ: তোমার সমন্ধে ম্যাগাজিনের পাঠকদের কিছু বলো। তুমি কি করো? কোথায় থাকো? সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, কেমন হলো পরীক্ষা?
রঞ্জিনী: আমি অনুষ্কা/রঞ্জিনী,এই বছর উচ্চমাধ্যমিক দিলাম,বাড়ি বরানগর এ..পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে..!
সুদীপ: ফটোগ্রাফিতে আগ্রহ কিভাবে ? কবে থেকে ?
রঞ্জিনী: ছোট থেকেই,ছবি তুলতে ভালো লাগতো..মোবাইল এ তুলতাম আগে এখন ক্যামেরা তে..





সুদীপ: তোমার পরিবার সমন্ধে কিছু বলো।
রঞ্জিনী: বাড়িতে মা বাবা বোন থাকে…এছাড়াও ঠাকুমা,পিসিয়াম্মা, জেঠু, জেম্মা, জেঠুর মেয়ে থাকে..!
মামার বাড়ির দিক থেকেও দিদা দাদু মামা মামী ও দুই ভাই!
সুদীপ: কোন ধরনের ফটোগ্রাফি তুমি বেশি করো বা পছন্দ করো?
রঞ্জিনী: স্ট্রিট ফটোগ্রাফি বেশি করি, কিংবা পছন্দ করি…ইদানিং সকল ধরনের ছবি তুলছি মানে ওয়েডিং, প্রি ওয়েডিং, বার্থডে পার্টি সমস্ত ইভেন্ট



সুদীপ: কি ক্যামেরা ব্যবহার করছো?
রঞ্জিনী: বর্তমানে nikon z 30 camera ব্যবহার করছি আমি..
সুদীপ: তোমার বয়স যথেষ্ট কম, এই মুহূর্তে ফটোগ্রাফি কি শুধুই শখ নাকি প্রফেশনালি কাজ করো?
রঞ্জিনী: না শুধুই যে সখ টা বলবো না প্রথমে হয়তো শখেই কিনেছিলাম…কিন্তু এখন প্রফেশনালি করছি!
সুদীপ: ইদানিং কালে কি ধরনের ফটোগ্রাফি কাজ করছো?
রঞ্জিনী: স্ট্রিট ফটোগ্রাফি বরাবরই প্রিয়..তবে ইদানিং কালে সব ধরনের কাজ ই করছি



সুদীপ: এমন কোনো আদর্শ ফটোগ্রাফার আছে যাকে তুমি ফলো করো ?
রঞ্জিনী: অবশ্যই সকলের ই একজন আইডল থাকে আমারও আছে…আমার কাছে যিনি শ্রেষ্ঠ @siddhartha paul জেঠু
সুদীপ: তুমি ফটোগ্রাফার হিসাবে কোনো টিমের সাথে কাজ করছো নাকি একাই চালিয়ে যাচ্ছ?
রঞ্জিনী: হ্যাঁ করছি বর্তমানে “আশীর্বাদ”টিম এর সঙ্গে কাজ করছি






সুদীপ: ফটোগ্রাফি ছাড়া আর কোন বিষয় তোমার আগ্রহ আছে?
রঞ্জিনী: আমি আঁকতে ভীষণ ভালোবাসি…বোর্ডস দিতাম, 3rd year অবধি দিয়ে ছেড়ে দিয়েছি ব্যক্তিগত কিছু কারণে..
সুদীপ: তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?.ফটোগ্রাফার হিসেবে কেরিয়ার করতে চাও?
রঞ্জিনী: অবশ্যই সুপ্ত ইচ্ছা বলতে পারেন… পছন্দের কাজ কে পেশা হিসেবে বেঁছে নেওয়া টা খুবই ভাগ্যের ব্যাপার আমি মনে করি…সময় এবং সুযোগ যদি সাথ দেয় অবশ্যই.
সুদীপ: তোমার মতে ফটোগ্রাফি ক্যারিয়ার করতে সব থেকে বড় চ্যালেঞ্জগুলো কি?
রঞ্জিনী: কনজিস্টেন্সি বজায় রাখতে হবে, আপস এন্ড ডাউনস থাকবে…এমন সময় আসবে যেই সময় মাথা কাজ করবে না, কোনো ভালো ছবি আসবে না, মনের মত ফ্রেম পাওয়া যাবে না, এক্সপেরিমেন্ট সফল হবে না, কাজ পাওয়া যাবে না..কিন্তু হাল ছাড়লে চলবে না! লেগে থাকলে সব হবে।
লাইফ প্লাসের পক্ষ থেকে রঞ্জিনীর জন্য রইলো অনেক শুভাখাঙ্খা এবং আগাম শুভেচ্ছা তার ফটোগ্রাফিতে উজ্জ্বল ক্যারিয়ায় ক্যারিয়েরর জন্য

